পাখির ঠোকর খেলেন মেরকেল

২৬ সেপ্টেম্বর ২০২১

পাখিদের একটি পার্ক গিয়ে বিড়ম্বনায় পড়লেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

এক পাখি হঠাৎ হাতে ঠোকর দিলে চিৎকার করে উঠেন ইউরোপের অন্যতম ক্ষমতাধর নারী।

আর্মিন ল্যাশেটের হয়ে উত্তর-পূর্ব প্রদেশ মেকলেনবার্গ ওয়েস্টার্ন-পোমেরানিয়ায় নির্বাচনী প্রচারণায় গেলে এই ঘটনা ঘটে।


মন্তব্য
জেলার খবর