কতটা লাভে বিক্রেতা পণ্য বিক্রি করবে- এ সংক্রান্ত কোনও নীতিমালা না থাকায় দেশে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বলেছেন, বাজার নিয়ন্ত্রণে মার্চ মাস থেকে খোলাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচি বাড়ানো হবে। সরবরাহ আর উৎপাদন বাড়িয়ে চালের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব কথা বলেন। রাজধানী ঢাকায় সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন খাদ্য সচিব। আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।
মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, দেশে এবার যথেষ্ট উৎপাদন হয়েছে, মজুতও সর্বোচ্চ। তিনি জানান, মোটা চালের দাম বাড়েনি। ভোক্তা বেশি হওয়ায় চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে চিকন চালের, এ কারণে চিকন চালের দাম বেড়েছে। চিকন চালের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য সচিব জানান, চাল আমদানি করলেও দাম কমবে। তাদের মন্ত্রণালয় সরু চাল আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, আমদানির সিদ্ধান্ত আছে। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। আমদানির অনুমতি দিলে শুল্ক কমাতে হবে। দাম আরও বাড়লে আমদানি করা হবে। তবে আমদানি খরচ বেশি হওয়ায় চালের তুলনায় আটার দাম বেশি বেড়েছে বলেও জানান তিনি।
এমকে