মন্তব্য
নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম বার্ষিক সাধারণ সভায় দেয়া ভাষণে ইসলামভীতি দূর করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, দিন দিন পশ্চিমা বিশ্বে ইসলামভীতি বাড়ছে। এ সুযোগে সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা চালাচ্ছে। এ কারণে মানুষের মন থেকে আগে মিথ্যা ইসলামভীতি দূর করতে হবে।
ইমরান খান আরো বলেন, ভারতে মুসলমানদের ওপর সন্ত্রাসের রাজত্ব চলছে। ভারতীয় মুসলমানদের ওপর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘শুদ্ধি অভিযান’ চালাচ্ছে। বিশ্বের সবচেয়ে খারাপ ও ব্যাপকতর ইসলামবিদ্বেষ শাসন করছে ভারতকে। হিন্দুসভার মতাদর্শ ঘৃণায় পরিপূর্ণ।
আনাদোলু এজেন্সি