পছন্দের কিছুর প্রশংসা করতে বললেন মিমি

২৬ সেপ্টেম্বর ২০২১

অ্যাপলের নতুন মডেলের 'আইফোন ১৩' কিনেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী।

ইনস্টাগ্রাম স্টোরিতে মোবাইলের ছবি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘একটু তো শো-অফ করা চলে। এটা আইফোন ১৩। ইয়েস!’

তিনি আরো লিখেছেন- আপনি যদি কিছু পছন্দ করেন তবে সেটির প্রশংসা করুন। এটি একটি মুহূর্ত নিতে পারে, সারা জীবন ধরে রাখতে পারে।


মন্তব্য
জেলার খবর