একেকটা বছরের একেকটা সৌন্দর্য : অপর্ণা

২৬ সেপ্টেম্বর ২০২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ জন্মদিনে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানান, 'আমি ৩৪ বছরে পা দিলাম। বিয়ে হয়েছে, এখন আর বয়স বলতে সমস্যা কী? তা ছাড়া আমি বয়স লুকানোর পক্ষেও নই।'

অভিনেত্রী বলেন, 'আমার বয়স কিন্তু ১৮ (হাসি)। ২৪ তো পার হইতে চায়ই না (দুষ্টুমি করলাম)। আমি আসলে মনের দিক দিয়েও ৩৪, বয়সের দিক দিয়েও ৩৪, ম্যাচিউরিটির দিক দিয়েও ৩৪। সবদিক দিয়ে আমি ৩৪।'

অপর্ণা বলেন, 'বয়স বাড়া মানে ম্যাচিউরিটি বাড়া। আমি মনে করি, জীবনের প্রতিটা বছরের আলাদা একটা সৌন্দর্য আছে। একেকটা বছরের একেকটা সৌন্দর্য। প্রতিটা বছরই আমার কাছে নতুন মনে হয়। বয়স বাড়ার সঙ্গে অনেকে বলে না আরও ইয়াং হচ্ছি। আমার কাছে ওটা মোটেও কাজ করে না। আমার মনে হয় যে বয়স বাড়ছে, আমি নিজেকে এ বয়সে কীভাবে মেনটেইন করব, সেটাই গুরুত্বপূর্ণ।'


মন্তব্য
জেলার খবর