কেক কাটতে গিয়ে চুলে আগুন

২৬ সেপ্টেম্বর ২০২১

মার্কিন অভিনেত্রী নিকোল রিচিও ৪০তম জন্মদিনে মোমবাতিতে ফুঁ দিয়ে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন।

মোমবাতিতে ফুঁ দেওয়ার সময় হঠাৎ রিচির চুলে আগুন লেগে গেলে পুরো আয়োজনের আনন্দ নিমিষেই ম্লান করে দেয়।

ইনস্টাগ্রামে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করে নিকোল লিখেছেন, 'আচ্ছা... এখন পর্যন্ত ৪০।'


মন্তব্য
জেলার খবর