দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৮০ জনের। শনাক্তের হার চার দশমিক ৪১ । করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩১২ জন। রোববার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৪১৪ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। শনাক্তের হার ১৬ দশমিক ১৩ । নমুনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৭৭৫টি, পরীক্ষা হয়েছে ২২ হাজার ২২১টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ সাত জন, নারী ১৪ জন। বিভাগের মধ্যে ঢাকার ১০ জন, চট্টগ্রামের চার জন, রাজশাহীর দুই জন, একজন করে খুলনা ও ময়মনসিংহ মিলে দুই জন আর সিলেটের তিন জন। সরকারি হাসপাতালে ১৭ জন ও বেসরকারি হাসপাতালে চার জন মারা গেছেন ।
এমকে