ঘূর্ণিঝড়ের প্রভাবে ভ্যাপসা গরম, থাকতে পারে দুই-তিন দিন

২৬ সেপ্টেম্বর ২০২১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’এর প্রভাবে ও সূর্য খাড়াভাবে কিরণ ছড়ানোয় আশ্বিনেও অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। বাংলাদেশে গুলাব’র আঘাত হানার সম্ভাবনা না থাকলেও এ গরম থাকতে পারে আর দুই-তিন দিন। রোববার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দিনের শুরু থেকেই এ ধরণের গরম অনুভূত হচ্ছে সারাদেশে। এতে ভোগান্তি বেড়েছে জনজীবনে, বিশেষ খেটে খাওয়া মানুষের। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ময়মনসিংহে- ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের মতে, গুলাব’র প্রভাবে বাংলাদেশের আকাশে জ্বলীয়বাষ্পের উপস্থিতি রয়েছে, যা গরম অনুভূতের অন্যতম কারণ। এদিকে গুলাব’র কারণে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকায় চার সমুদ্রবন্দর (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা)কে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে গভীর সাগরে বিচরণ করতে ।

গুলাব ভারতের উপকূলের দিকে সরে গেছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।সোমবার ভোর নাগাদ দেশটির উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রযেছে, কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৬২ কিলোমিটার, ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এ গতিবেগ।

আবহাওয়া অধিদফতর বলছে, গুলাব’র প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতে সম্ভাবনা আছে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়।একই ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়, সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায়।বৃষ্টিপাতের সময় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে ।

এমকে


মন্তব্য
জেলার খবর