মন্তব্য
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরে নয়ন নাথ (২২) নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকাল ৯টার দিকে কালামিয়া বাজারের নেজাম কলোনিতে তার বাসায় এ ঘটনা ঘটে।
নয়ন নাথ পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার অনিক নাথের ছেলে।তিনি লালদীঘির পাড়ে সেন্ট্রাল হোমিও ফার্মেসিতে কাজ করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, নয়ন নাথ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফাঁস নেয়ার আগে সকালে এ দম্পতির মধ্যে ঝগড়া হয় বলে জানান তিনি।
দিলীপ তালুকদার/এমকে