বিরাজনীতিকরণ চলছে: জিএম কাদের

২৬ সেপ্টেম্বর ২০২১

দেশে বহুদলীয় গণতন্ত্রের নামে বিরাজনীতিকরণ চলছে বলে মনে করছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তাঁর এও মনে হয়, সংবিধান অনুযায়ী বহুদলীয় গণতন্ত্রের নামে যা চলছে, সেটা গণতন্ত্রই না। বিরাজনীতিকরণ চলতে থাকলে দেশে রাজনীতি ও রাজনীতিবিদ থাকবে না। রোববার দুপুরে  জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে  অনানুষ্ঠানিক এক সভায় এমন মন্তব্য করেন।  

বিরাজনীতিকরণ থেকে উত্তোরণ প্রসঙ্গে জিএম কাদের বলেন- আইনের মাধ্যমে,  সংবিধান অনুযায়ী সব ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই  প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করবে মানুষ । আর নির্বাচনকালে নির্বাহীসহ রাষ্ট্রের সব বিভাগ এ কমিশনের অধীনে কাজ করলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে- যোগ করেন জাপা চেয়ারম্যান।

সভায় প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য নাজনীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর