দুধের দাম বাড়ানোর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ

২৬ সেপ্টেম্বর ২০২১

দেশে মানসম্মত দুধ প্রাপ্তিতে খামারি পর্যায়ে দুধের দাম বাড়ানো ও  সমবায় ভিত্তিতে বাড়ি বাড়ি গরুর খামার স্থাপন করা যায় কি-না, সে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করতে বলা হয়েছে। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ ভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গুণগত মান সম্পন্ন গুঁড়া দুধ আমদানির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। বৈঠকে কমিটি সদস্য স্থানীয় সরকার, মন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মসিউর রহমান রাঙা, শেখ আফিল উদ্দিন, রেবেকা মমিন এবং আব্দুস সালাম মূর্শেদী অংশ নেন।

এমকে


মন্তব্য
জেলার খবর