মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত অনেক ভুল থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বলেছেন, পাঠ্য বইয়ে এতো ভুল থাকা দুর্ভাগ্যজনক। রোববার এ সংক্রান্ত একটি রিটের শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ প্রশ্ন তোলেন।
আদালত এ বিষয়ে ব্যাখ্যা দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট, বলেছেন আগামী ১০ নভেম্বর সশরীরে আদালতে হাজির হতে। আর এসব ভুল সংশোধনের পদক্ষেপ নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের (শিক্ষা সচিব, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ডের চেয়ারম্যান, সদস্য (কারিকুলাম), সচিবসহ সংশ্লিষ্টদের) রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক আলমগীর আলম রিটটি করেন।
প্রসঙ্গত, ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর পাকিস্তানের সব প্রাদেশিক পরিষদের নির্বাচন হলেও সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ১০ নং পৃষ্ঠায় উল্লেখ করা- এ নির্বাচন ছিল শুধু পূর্ব পাকিস্তানের। নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ২-৯ নং পৃষ্ঠার বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবর্তে শুধু ‘শেখ মুজিব’ লেখা হয়। এ রকম বেশ কয়েকটি ভুল ধরে রিটটি করা হয়।
এমকে