মন্তব্য
বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে মালয়েশিয়ার কুয়ান্তান, পাহাং এর এসকে (পি) মেথডিস্টের ১১ বছর বয়সী স্কুলছাত্রী মরিয়ম মুজামির।
চিংড়ি ও সামুদ্রিক শামুকের খোল (ক্রাস্টেসিয়ান শেল) থেকে নতুন প্রাণিজ খাদ্য আবিষ্কার করায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। পেয়েছেন তিনটি আন্তর্জাতিক পুরস্কার।
কানাডার টরন্টোতে সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় (আইসিএএন) অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন মরিয়মের ইয়াম ২.০।