গণটিকাদান কাল, দেয়া হবে ৮০ লাখ ডোজ

২৭ সেপ্টেম্বর ২০২১

আপাতত বন্ধ থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকাদান কর্মসূচির আওতায় ৮০ লাখ ডোজ করোনার টিকা দেয়া হবে। আগামীকাল (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শুরু হয়ে এ টিকাদান কার্যক্রম চলবে টার্গেট পূরণ না হওয়া অবধি। টার্গেট পূরণে প্রয়োজনে একাধিক শিফটে টিকা দেয়া হবে। রোববার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী ।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অনেক দিন আগে নিবন্ধন করেও যারা  টিকা পাননি; অপেক্ষায় আছেন, তাদের অবশ্যই অগ্রাধিকার দেয়া হবে। নিবন্ধন না থাকলে জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও টিকা পাবেন। এদিকে  স্বাস্থ্য অধিদফতরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচিতে ৫০ ঊর্ধ্ব বয়সের জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। টিকাদান শুরুর  প্রথম দুই ঘণ্টা তাদের টিকা দেয়া হবে। আর ২৫ বছর বা তদূর্ধ্ব বয়সের জনগোষ্ঠীকে ২৮ সেপ্টেম্বরের আগেই টিকার বিষয়টি  এসএমএস’র মাধ্যমে জানানো হবে। এদিন কেবল প্রথম ডোজ দেয়া।আর দ্বিতীয় ডোজ দেয়া হবে পরের মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর