নিজের বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

২৭ সেপ্টেম্বর ২০২১

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় নিজের বাড়ির সামনেই আব্দুল মালেক (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারাজের পাশে দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মালেক আব্দুল বারেকের ছেলে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, কারণ উদঘাটনে ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন লালমনিরহাট সিনিয়ন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার।

সহকারী পুলিশ সুপার  তাপস সরকার বলেন, আব্দুল মালেক বাড়ির সামনে একটু অন্ধকারে একা বসে ছিলেন। এ সময় পিছন থেকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাজু মিয়া/এমকে 

 


মন্তব্য
জেলার খবর