লেনদেন বেড়েছে ৪শ’ কোটির বেশি টাকা

২৭ সেপ্টেম্বর ২০২১

দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। পতন ঘটেছে তিন সূচকের সবগুলোরই।বাজার মূলধন কমেছে এক হাজার ৫১৩ কোটি টাকা। তবে আশার কথা- এরই মাঝে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে  ৪০৪ কোটি ৮৬ লাখ টাকা। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্য দর কমেছে ২৩০টির, বেড়েছে ১১৩টির এবং  অপরিবর্তিত ছিল বাকি ৩৩টির।রোববার দিন শেষের এসব তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)’র।

বাজার তথ্য বলছে, ডিএসইএক্স  সূচক  ১৩ দশমিক ৪৫ পয়েন্ট  কমে সাত হাজার ২৩৭ দশমিক ১৪ পয়েন্টে, ডিএসইএস সূচক ছয় দশমিক ৪৬ পয়েন্ট কমে এক হাজার ৫৭৪ দশমিক ৫৮ পয়েন্টে ও ডিএস৩০ সূচক সাত দশমিক ৯৪ পয়েন্ট কমে দুই হাজার ৬৬৪ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭৫ হাজার ৫২৩ কোটি টাকায়।

লেনদেন হয় দুই হাজার ২৫৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকা। রোববার লেনদেনের শুরু পরবর্তী কয়েক ঘন্টায় কিছুটা উত্থান হলেও দুপুরের পর থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র ছিল। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  ওরিয়ন ফার্মা লিমিটেড ও দর বৃদ্ধিতে আমরা নেটওয়ার্ক লিমিটেড শীর্ষে ওঠে আসে -  শেয়ার লেনদেন হয় ১৪২ কোটি পাঁচ লাখ টাকার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯২ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর