মন্তব্য
‘মিস আর্থ বাংলাদেশ ২০২১’ এর আসরে বিজয়ের মুকুট মাথায় পরেছেন উম্মে জমিলাতুন নাইমা।
মিস এয়ার বাংলাদেশ হিসেবে ভূষিত হন সাকিলা তানহা। মিস ফায়ার বাংলাদেশ হিসেবে ভূষিত হন পিয়াল সরকার। মিস ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হন ফাহমিদা বর্ষা। মিস বিউটিফুল ফেস নির্বাচিত হন ফারজাহান পিয়া। মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হন আরুশা আবিদা।
অনুষ্ঠানে সোনালী ব্যাগের আবিস্কারক ড. মোবারক আহমেদ খান, পরিবেশ আন্দোলনের প্রবক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশ রক্ষা সংগঠক নায়লা বারী এবং পরিবেশবিদ ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার সম্মাননা স্মারক প্রদান করা হয়।