টিএসপি, ইউরিয়া ও রক ফসফেট মিলে ৮৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩২ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার টাকা। দেশি ও বিদেশি মিলে তিন প্রতিষ্ঠানের কাছে থেকে এ সার কেনা হবে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। ভার্চুয়ালি এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।
সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী। জানান, মরক্কোর ওসিপি থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি হবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে। এতে ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ছয় লাখ দুই হাজার ৮৭৫ টাকা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৮১২ টাকা। বিসিআইসির মাধ্যমে ৭৮ কোটি ৫২ লাখ ছয় হাজার ২৫০ টাকা টাকা ব্যয়ে বাকি ২৫ হাজার মেট্রিক টন রক ফসফে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য আমদানি হবে সিঙ্গাপুর থেকে ।
এমকে