চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীতে একটি নির্মাণাধীন ভবন থেকে হাত-পা বাধা অবস্থায় নেজাম পাশা (৬৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে খুলশী থানাধীন জালালাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নেজাম পাশা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধুরং গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান কজানান,নেজাম পাশাকে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ভিআইপি রোডের পাশে নির্মাণাধীন পাঁচতলা ভবনটির নিচ তলায় মরদেহটি পাওয়া যায়। রোববার ভবনটির কর্মচারীদের বেতন দেয়ার জন্য সেখানে গিয়েছিলেন তিনি।
ওসি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।
দিলীপ তালুকদার/এমকে