৭ লাখ টাকা দামের হেরোইনসহ এক ব্যক্তি আটক

২৭ সেপ্টেম্বর ২০২১

তারিকুল ইসলাম, শেরপুর:

শেরপুর  সদর উপজেলায় আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের হেরোইন ও হেরোইন বিক্রির ৬ হাজার ১০০ টাকাসহ রফিকুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার সকালে  জঙ্গলদী আমতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। রফিকুল ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। সে মাদককারবারি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মাদকের এ চালানটি এখন পর্যন্ত  তাদের আটক চালানগুলোর মধ্যে সবচেয়ে বড় বলে জানিয়েছে অধিদফতরটির এসআই মোস্তাফিজুর রহমান।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক এনামুল হক জানান, রফিকুলের দেহ তল্লাশি করে এবং তার ঘরের বিছানার নিচ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও হেরোইন বিক্রির ওই টাকা জব্দ করা হয়।উদ্ধারকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য ৭ লাখ টাকার বেশি হবে বলে জানান তিনি। তার আগে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান  পরিচালনা করা হয়।

এসআই মোস্তাফিজুর রহমান আরা বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে  সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর