নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

২৭ সেপ্টেম্বর ২০২১

চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা  হবে করোনা সম্পর্কিত  স্বাস্থ্যবিধি পুরোটাই মেনে, দেড় ঘণ্টা। এমসিকিউ ও সিকিউ  উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো ধরনের বিরতি থাকবে না। এমন বেশ কয়েকটি নির্দেশনাসহ পাবলিক এ দুটি পরীক্ষার সময়সূচি রোববার প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর। এইচএসসির ক্ষেত্রে শেষ হবে ৩০ ডিসেম্বর। পরীক্ষার্থীর পরীক্ষা তার বিদ্যালয় কেন্দ্রে নেয়া হবে না, অন্য কেন্দ্রে নেয়া হবে।পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে পরীক্ষার্থীকে তার নিজ  শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে থেকে নিজের  প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর