মন্তব্য
বাংলাদেশে নেই কোনো অফিস। কেবল নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানগুলো। আর এতেই বাজিমাত। গেল ৪ মাসে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছে ফেসবুক, গুগল, আমাজন ও মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠান চারটির ভ্যাট রিটার্নে এ তথ্য জানা গেছে।
সরকারি কোষাগারে প্রতিষ্ঠান চারটি প্রায় ১৭ কোটি টাকার ভ্যাট জমা দিয়েছে। স্থানীয় এজেন্টের মাধ্যমে রিটার্ন জমা দেয় এরা। শুধু ব্যক্তি পর্যায়ে সেবা বেচাকেনার হিসাবের ওপর ভিত্তি করে এসব প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করেছে বলে জানা গেছে।
তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্বব্যাপি এ প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে। গুগল ও ফেসবুক ছাড়া একটি দিনও এখন কল্পণা করা যায় না। আর মাইক্রোসফট তো প্রযুক্তির বিশ্বে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছে। অ্যামাজনও প্রযুক্তির লড়াইয়ে পিছিয়ে নেই।
আরআই