লোভনীয় অফার ও ডিসকাউন্টের ফাঁদে পা দিবেন না

২৭ সেপ্টেম্বর ২০২১

পণ্য কেনাবেচা ও সেবার ক্ষেত্রে লোভনীয় অফার ও অস্বাভাবিক ডিসকাউন্টের ফাঁদে পা না দিতে সাধারণ ক্রেতাকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। একই সঙ্গে এ ধরনের ব্যবসা পরিচালনা না করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। সোমবার বিভিন্ন দৈনিক পত্রিকায় এ বিষয়ে  জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরামর্শটি দেয়া হয়েছে।

কমিশন বলছে, পণ্য বিক্রিতে উৎপাদন খরচ বা ক্রয়মূল্যের চেয়ে কম মূল্য, পণ্য বিক্রিসহ সেবার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরাক্ষভাবে অন্যায্য বা বৈষম্যমূলক শর্তারোপ ও হ্রাসকৃত বা বৈষম্যমূলক মূল্য নির্ধারণ করা প্রতিযোগিতা আইন-২০১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তারপরও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে- বিভিন্ন ইলেক্ট্রোনিক ও প্রিন্ট মিডিয়াসহ সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান অত্যাধিক ডিসকাউন্টে পণ্য বা সেবা বিক্রির বিজ্ঞাপন প্রচার করছে, উৎপাদন বা ক্রয়মূল্যের তুলনায় কম মূল্যে পণ্য বিক্রি অফার দিচ্ছে। ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ, আর অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির আশঙ্কা থাকছে বাজারে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর