হিজাব পরায় মুখে থুথু!

২৮ সেপ্টেম্বর ২০২১

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি বাসে হিজাব পরিধান করায় তুরস্কের বংশদভূত ব্যারা বোলাতকে আক্রমণের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারী বলেন, বাসে এক নারী তার দিকে তেড়ে এসে বলেন, অন্ধবিশ্বাস নিয়ে তুরস্কে চলে যাও তুমি। যা আমার জন্য খুব পীড়াদায়ক ঘটনা। 

তিনি আরও বলেন, আক্রমণকারী আজেবাজে কথা বলে। একেরপর এক  বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকে। মুখে থুথু নিক্ষেপ করে। হিজাব খুলে ফেলার চেষ্টা করে। আমি হিজাবের সূচের আঘাতে আহত হই। 

আনাদুলু এজেন্সী


মন্তব্য
জেলার খবর