মন্তব্য
পঞ্চম আর ষষ্ঠ বিয়েটি পাশাপাশি দুটি গ্রামে করতে গিয়ে ধরা খেয়েছেন সন্তোষ দলুই নামে বছর চৌত্রিশের যুবক।
ভারতের পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ব্যাপক গণধোলাই দেন। তারপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
সন্তোষ দলুই জানিয়েছেন, কলরা গ্রামের রিংকু মাল আসলে তার ষষ্ঠ স্ত্রী। আর মহেশপুরের কাজল পঞ্চম।