আরো এস-৪০০ কিনছে তুরস্ক

২৮ সেপ্টেম্বর ২০২১

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, তুরস্ক তার প্রতিরক্ষাব্যবস্থার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে।

এরদোগানের দাবি, ন্যাটোর যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা অক্ষুণ্ণ রেখেই স্বাধীনভাবে এস ফোর হান্ড্রেড ব্যবহার সম্ভব। এরমধ্যে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

এরদোগান বলেন, সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তুরস্কের। যুক্তরাষ্ট্র তুরস্ককে বিশেষ মার্কিন প্যাট্রিয়ট মিসাইল কেনার কোনো সুযোগই দেয়নি। প্রায় দেড়শ' কোটি টাকা আগাম নিয়েও এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান হস্তান্তর করেনি যুক্তরাষ্ট্র।

সিএসবি


মন্তব্য
জেলার খবর