মন্তব্য
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর এলাকা থেকে ২০টি গাঁজার গাছ ও দেশি মদ তৈরির সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ৩০০ টাকা জব্দ করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- লোহাগড়ার কালাচাঁদপুর গ্রামের পরাগ মোল্যা (১৯) ও মাহামুদ হোসাইন (২৪)। পুলিশ বলছে, তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ফরহাদ খান/এমকে