মাস শেষে রেমিট্যান্স দাঁড়াবে ১৮০ কোটি ডলার

২৮ সেপ্টেম্বর ২০২১

তিন মাস ধরে ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্স প্রবাহ। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত (২৩ সেপ্টেম্বর) ১৩৯ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এভাবে এলে মাস শেষে ১৮০ কোটি ডলারে দাঁড়াবে রেমিট্যান্সের পরিমাণ- এমনটাই আশা করছেন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা। রেমিট্যান্স আসার এ পরিমাণটা পাওয়া গেছে গেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের প্রতিবেদন থেকে। রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে রেমিট্যান্স প্রবাহ হ্রাস পাওয়ার সঙ্গে হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী রপ্তানি আয়। কিন্তু ঠিকই বেড়েছে আমদানি ব্যয়। ফলে বাজারে ডলার সঙ্কট দেখা দিয়েছে, বাড়ছে টাকার বিপরীতে ডলারের দাম। আর টাকার মান কমে যাওয়ায় কমছে ভোক্তার ক্রয়ক্ষমতা। দেশের বাজারে চাহিদা মেটাতে আমদানি করা হচ্ছে চালসহ বিভিন্ন পণ্য।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে সর্বশেষ ১৮১ কোটি মা‌র্কিন ডলার রেমিট্যান্স আসে গত আগস্ট মাসে। রেমিট্যান্সের এ পরিমাণ আগের বছরের আগষ্টের চেয়ে ১৫ কো‌টি ৩৮ লাখ বা প্রায় ৮ শতাংশ কম। গত অর্থবছরে (২০২০-২১) রেমিট্যান্স আসে তার আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি- দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।


তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের এ ২৩ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৮ কোটি ১১ লাখ ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার এসেছে। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬১ লাখ ও বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে তিন কোটি মার্কিন ডলার এসেছে। সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে- ৩৮ কোটি ১১ লাখ ডলার। এছাড়া ডাচ্–বাংলা ব্যাংকে ১৬ কোটি ৫৫ লাখ, অগ্রণী ব্যাংকে ১২ কোটি ১৫ লাখ ও সোনালী ব্যাংকে ৭ কোটি ৬৮ লাখ এবং রূপালী ব্যাংকে ৪ কোটি ৮৮ লাখ ডলার এসেছে। প্রসঙ্গত, ২০১৯ সালের ১ জুলাই থেকে রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।


এমকে


মন্তব্য
জেলার খবর