বেড়েছে বাজার মূলধন, সঙ্গে সূচক

২৮ সেপ্টেম্বর ২০২১

আগের দিনের তুলনায় সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে  ২৭৬ কোটি ৪২ লাখ টাকা। আর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের দর। তবে  উত্থান হয়েছে তিন সূচকের সবগুলোর। আর এক হাজার ৩৮৯ কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে  দর কমেছে ২০২টির, বেড়েছে ১৪১টির আর অপরিবর্তিত ছিল বাকি ৩৩টির।

তথ্যানুযায়ী ডিএসইএক্স সূচক ১৪ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে সাত হাজার ২৫১ দশমিক ৭১ পয়েন্টে, ডিএসইএস সূচক চার দশমিক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭৮ দশমিক ৭৬ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৭৬ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে।  বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭৬ হাজার ৯১২ কোটি টাকায়। লেনদেন হয় এক হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ২৫৭ কোটি ২৯ লাখ টাকা।

সোমবার শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র ছিল লেনদেনে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও দর বৃদ্ধিতে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড শীর্ষে ওঠে আসে-  শেয়ার লেনদেন হয় ১৩৯ কোটি ৭২ লাখ টাকার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৮ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর