ঝালকাঠিতে ব্যস্ততা বেড়েছে প্রতিমা কারিগরদের

২৮ সেপ্টেম্বর ২০২১

আবু সায়েম আকন, ঝালকাঠি:

শারদীয় দুর্গাপূজা ঘিরে ঝালকাঠিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।জেলায় এবার ১৬৯টি মণ্ডপে এ পূজা হবে।এদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পুজা উৎযাপনে ইতোমধ্যে ৮০ শতাংশ প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা।  বর্ষপঞ্জিকার তিথি অনুযায়ী, ১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১৫ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে  শেষ হবে এ পূজা।

জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে প্রতিমা কারিগরদের সাথে আলাপ করে জানা যায়, প্রতিমা বানাতে ৩ ধরনের মাটির প্রয়োজন হয়। একটি প্রতিমা বানাতে ৭ থেকে ৮ দিন সময় লাগে। শহরের পাবলিক হরিসভার প্রতিমা কারিগররা জানান, প্রতিবছর তাদের  চারজনের একটি টিম ২৫ থেকে ৩০ সেট প্রতিমা তৈরির কাজ নেন। এ বছরও এর ব্যতিক্রম নয়। তারা তাদের মনের মাধুরী মিশিয়ে প্রতিমা তৈরি করছেন বলেও জানান।

জেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, ১৬৯টি মণ্ডপের মধ্যে ঝালকাঠি সদরে ৭৩টি ও কাঠালিয়ায় ৫৪টি, রাজাপুর উপজেলায় ২১টি ও নলছিটিতে ২১টি মণ্ডব রয়েছে। রাজাপুর পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক গোপাল কর্মকার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা সম্পর্কিত স্বাস্থ্য বিধি মেনে পূজা উৎযাপন করার নির্দেশনা দেয়া হয়েছে পূজা মণ্ডপের কমিটিকে। ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুণ কর্মকার বলেন, পুজা উদযাপনের প্রস্তুতির  প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। দ্রুতই শিল্পীর রং-তুলির ছোঁয়ায় মূর্ত হয়ে উঠবেন দেবী। স্থানীয় স্বেচ্ছাসেবকরা মন্ডপে মণ্ডপে পাহারা দিচ্ছেন। এছাড়াও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু জেলার পূজা প্রস্তুতির সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলেও জানান তিনি।

 

এমকে


মন্তব্য
জেলার খবর