তারিকুল ইসলাম, শেরপুর:
১০ বছর পর শেরপুর জেলা ছাত্রদলের ২৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের প্যাডে এ কমিটির অনুমোদন দেন। আংশিক কমিটির ৩৮ মাস ১৬ দিনসহ ১০ বছর পর এ কমিটি পেয়ে উচ্ছ্বসিত ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক অনেক যাচাই-বাছাই করে এ কমিটি অনুমোদন দিয়েছেন। এ কমিটিতে ত্যাগী ছেলেরা জায়গা পেয়েছে।একটি সুন্দর কমিটি হওয়ায় জেলা ছাত্রদল এখন থেকে আরো শক্তিশালী ও বেগবান হয়ে দেশের জন্য কাজ করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে ১২ জুলাই শওকত হোসেনকে সভাপতি ও নেয়ামুল হাসান আনন্দকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল হাসান। ১৪ সদস্যের এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন তারা। কমিটির বাকিরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মানিক, সহ-সভাপতি মো. সাজ্জাদুল ইসলাম সায়েম, রবিন তালুকদার, মো. মনোয়ার হোসেন রূপক, রুবেল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, শেখ আব্দুল আজিজ সজীব রানা, নয়ন তালুকদার, মো. আল আমিন নাদিম, মো. হাসানুজ্জামান, মো. মেহেদী হাসান রাজন ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন।
এমকে