প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

২৮ সেপ্টেম্বর ২০২১

সারাদেশ ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন দেশের বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে মঙ্গলবার। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর জন্মদিন পালন করে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা:

রামপাল (বাগেরহাট) থেকে অমিত পাল জানান,  রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। সভায় উপস্থিত ছিলেন- রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, আওয়ামী লীগের স্থানীয় সহসভাপতি মোজাফফর হোসেন ও অধ্যক্ষ মোতাহার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক  মাহফুজুল হক টুকু,  যুবলীগ সাধারন সম্পাদক মনির আহমেদ প্রিন্স , সহসভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক চয়ন মন্ডল, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান , সাধারন সম্পাদক শেখ সাদী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৷

লালমনিরহাট থেকে লাজু মিয়া জানান, মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজি হকের পক্ষ থেকে দুপুরের  খাবার বিতরণ করা  হয়। স্থানীয় বি. ডি. আর গেট  খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (হিরা)সহ বিভিন্ন উপজেলার নেতারা।

বাগেরহাট থেকে নুরুজ্জামান শেখ জানান, জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। সংগঠনটির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপুর সভাপতিত্বে বক্তব্য দেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সহসভাপতি সলিমুলল্লাহ সেলিম, যুগ্ন সম্পাদক কামরুল হাসান,  অর্থ সম্পাদক ফকির নওরেশুজ্জামান লালন, ক্রিড়া সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। এদিকে শতাধিক দুস্থ্য, অসহায় ও এতিমের মাঝে উন্নত খাবার বিতরণ করেছে র‌্যাব। বাগেরহাট পৌরসভা চত্বরে খাবার বিতরণ অনুষ্ঠানে র‌্যাব-৬’র  উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ হায়দার, স্কট কমান্ডার লে. আবুল কালাম আজাদসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর