নিখোঁজের ৫ ঘন্টা পর ড্রেনে পড়া বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার

২৮ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়ার পাঁচ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়ার মরদেহ। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে নিখোঁজের স্থান হতে ৩০ গজ দূর থেকে মৃতদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে সোমবার রাত সোয়া দশটার দিকে আগ্রাবাদ মাজার গেইট এলাকা দিয়ে মামার সঙ্গে হাঁটার সময় ড্রেনে পড়ে যান তিনি।

সেহেরীন মাহবুব সাদিয়া হালিশহর থানার বড়পোল এলাকার প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে।বিশ্ববিদ্যালয়টিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চার ভাই বোনের মধ্যে সবার বড় তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল চশমা মার্কেটে চশমা কিনতে এসেছিলেন এ মামা-ভাগ্নি। পা পিছলে গেলে খোলা ড্রেনে পড়ে যান, তাকে উদ্ধারে তার মামা সঙ্গে ড্রেনে ঝাপ দেন। কিন্তু শেষমেশ ব্যর্থ হয়ে ওঠে আসেন৷

ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া বলেন, উদ্ধারের পর সাদিয়াকে পাশ্ববর্তী ইসলামি ব্যাংক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কফিল উদ্দিন জানান, সাদিয়াকে উদ্ধারে তাদের চারটি টিম কাজ করে টানা পাঁচ ঘণ্টা। উদ্ধার কাজে ব্যবহার করা হয় স্কেবেটর।

এদিকে সাদিয়ার মৃত্যুর ঘটনার দায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ঘাড়ে চাপিয়েছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। মেয়রের দাবি— এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিডিএ’র নিয়ন্ত্রণে এ সড়কটি। তাই সেখানে চসিকের কোন হাত নেই। সিডিএ’র অবহেলা ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দিলীপ তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর