সবার কাছে দোয়া চেয়েছেন বেনজির ইশরাত

২৯ সেপ্টেম্বর ২০২১

নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে মা হতে চলেছেন বলে সুখবর জানিয়েছেন বেনজির ইশরাত আঁখি।

তিনি বলেন, ‘গত মে মাসের শেষদিকে বিষয়টি প্রথম টের পাই। প্রায়ই মনে হচ্ছিলো একটি অস্তিত্ব আমার শরীরে গেড়ে উঠছে। স্বজনদের অনেকেই হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন। কিন্তু আমি পরিবারের বাইরে তেমন কাউকেই জানাইনি।

তাছাড়া বাবাকেও খুব স্বপ্ন দেখছিলাম সম্প্রতি। অবশেষ টেস্ট করানোর পর নিশ্চিত হলাম মা হতে যাচ্ছি। এ অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না। বেশ নার্ভাসও আমি। বর্তমানে ঠান্ডায় ভুগছি। সবার কাছে দোয়া চাই।’


মন্তব্য
জেলার খবর