বিদ্যালয়ের মূল্যায়নে বোর্ডের সনদ

২৯ সেপ্টেম্বর ২০২১

চলতি বছরে পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হচ্ছে না। তবে বোর্ড থেকে ঠিকই সনদ পাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা। আর বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণের সনদ পাবে পিইসি পরীক্ষার্থীরা। নিজ নিজ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার মতো শ্রেণি মূল্যায়ন ভিত্তিতে এসব সনদ দেয়া হবে। মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দেয়া তথ্যে এসব জানা গেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, সার্বিক প্রস্তুতি রয়েছে। এসএসসি-এইচএসসি পরীক্ষা একদম সামনে। তাই পিইসি, জেএসসি, জেডিসি পরীক্ষা নেয়া সুযোগ থাকছে বলে মনে হয় না। সব শ্রেণির সমাপনী ও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন চলছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, করোনার কারণে গত বছরও এসব পরীক্ষা হয়নি। শ্রেণিকক্ষে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ (ক্লাস প্রশোমন) করা হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর