সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

২৯ সেপ্টেম্বর ২০২১

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন সূচকের সবগুলোরই উত্থান ঘটেছে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৮৬ লাখ টাকা । দুই হাজার ৫৩৭ কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৭২টির, বেড়েছে ১৬৪টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩৯টির।

তথ্যানুযায়ী ডিএসইএক্স সূচক ৪৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে সাত হাজার ২৯৭ দশমিক ২৪ পয়েন্টে, ডিএসইএস সূচক ছয় দশমিক ৫১ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৮৫ দশমিক ২৮ পয়েন্টে ও  ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৯১ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭৯ হাজার ৪৫০ কোটি টাকায়।

লেনদেন হয় দুই হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকা।মঙ্গলবার  শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্রই ছিল লেনদেনে।লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে ওরিয়ন ফার্মা লিমিটেড ও দর বৃদ্ধিতে  দেশবন্ধু পলিমার লিমিটেড শীর্ষে ওঠে আসে। ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয় ১১৭ কোটি টাকার। দেশবন্ধু পলিমারের দর বৃদ্ধি পায় আট দশমিক ৬৭ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর