মন্তব্য
বার্সা ছাড়ার পর প্রথমবারের মতো গোলের দেখা পেলেন লিওনেল মেসি। সেই সাথে মেসিভক্তদের দীর্ঘ অপেক্ষার আবসান হলো। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে গোল করলেন মেসি।
ভক্তদের মতো মেসি নিজেও এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন। ম্যাচ শেষে কথাতেই তা স্পষ্ট। মেসি বলেন, “আমি মুখিয়ে ছিলাম প্রথম গোলটা করার জন্য।” বার্সেলোনা ছাড়া এই প্রথম অন্য কোনো ক্লাবের হয়ে প্রথম গোল করলেন মেসি। ৩০ নম্বর জার্সি পরে এটি হলো মেসির প্রথম গোল।
মেসি বলেন, “পিএসজিতে এসে খুব বেশি ম্যাচ খেলা হয়নি। প্যারিসে ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ খেলেছিলাম। ধীরে ধীরে দলের সাথে খাপ খাইয়ে নিচ্ছি। আক্রমণ ভাগের ফুটবলারদের সঙ্গে যত একসঙ্গে খেলব, তত একাত্ম হতে পারব। নিজেদের সেরাটা দিতে পারব।”
আরআই