মো. তারিকুল ইসলাম, শেরপুর:
শেরপুর সদর উপজেলায় মোটরসাইকেল চাপায় জমির উদ্দিন নামের ৫৮ বছরের এক বৃদ্ধ মুদি দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে শহরের চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। জমির উদ্দিন একই এলাকার মৃত হযরত আলীর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমির উদ্দিন তার ব্যবসায়িক কাজ শেষে দোকান থেকে চাপাতলীতে তার নিজের বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় জমির উদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে, তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় চালক।
সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুনসুর আহম্মেদ জানান, জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। এ দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে। মোটরসাইকেলটির চালক রাজু মিয়াকে আসামি করে মামলাটি করেছেন নিহতের ছেলে আজমত মিয়া। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে।
এমকে