মন্তব্য
প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ফরমেটে অনবদ্য রেকর্ডও গড়লেন কায়রন পোলার্ড। ৩৪ বছর বয়সী এ ক্যারিবিয়ান করেছেন ১০ হাজারের বেশি রান। নিয়েছেন তিনশ’ উইকেট। এদিন ম্যাচের সেরার মুকুটও উঠেছে তার মাথায়।
পোলার্ডের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন রাহুল। তার ক্যাচটি লুফে নেন যশপ্রীত বুমরা। সেই সাথে ৪০০ উইকেটের মালিক হন তিনি। এর আগে ক্রিস গেলের উইকেট নিয়েছিলেন তিনি।
মঙ্গলবার টস জিতে রোহিত শর্মা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। পঞ্জাবকে ১৩৫ রানে আটকে রাখেন মুম্বাইয়ের বোলাররা। ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে সেই রান তুলে নেন রোহিতরা। সৌরভ তিওয়ারি করেন ৪৫ রান। হার্দিক পাণ্ডে অপরাজিত থাকেন ৪০ রানে। বল হাতে আট রান দিয়ে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে সাত বলে ১৫ রান করে ম্যাচ জেতান পোলার্ড।
আরআই