ভোগান্তিতে পানিবন্দি মানুষ, ভেসে গেছে মাছের ঘের

২৯ সেপ্টেম্বর ২০২১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

টানা বর্ষণে প্লাবিত হয়েছে বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিস্তীর্ন এলাকা, ভেসে গেছে অনেকের মাছের ঘের। পানিবন্দি মানুষের ভোগান্তি বেড়েছে। লঘুচাপের প্রভাবে মঙ্গলবার দুপুরের পর থেকেই শুরু হয় টানা বৃষ্টিপাত। রাত গভীরের সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে বৃষ্টিপাতের পরিমাণ, চলে সারারাত।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর, গৌরম্ভা, ভাগা, শোলাকুড়া, গিলাতলা, বাঁশতলীর কিছু অংশ, রাজনগর ও বাইনতলা ইউনিয়নের অনেক এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।  ভেঙ্গে গেছে বেশ কয়েকটি উপকূলীয় ভেড়িবাঁধ। অনেকের বাড়ির উঠানে পানি কোমর ছাড়িয়েছে। নিম্নাঞ্চলে অনেকের বাড়ির রান্নাঘরে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে রান্নাবান্না। শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় বেশ কয়েকজন মৎস্য ঘের মালিক জানান, তাদের মৎস্য ঘের পানিতে ভেসে গিয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে
বৃষ্টির কারণে নদীতে পানির স্তর বেড়ে যাওয়া ও সুষ্ঠু ড্রেনেজ ব্যাবস্থা না থাকার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হচ্ছে।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, ট্রেনিংয়ে যোগ দিতে এখন তিনি ঢাকায় অবস্থান করছেন। রাত নাগাদ তিনি পুরো তথ্য জানাতে পারবেন। জরুরি মিটিং থাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে সঠিক তথ্যটি তার জানা নেই বলে জানিয়েছেন রামপাল ইউএনও মোঃ কবীর হোসেন।

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর