আগস্টের রেকর্ড ভাঙতে পারে সেপ্টেম্বরে

২৯ সেপ্টেম্বর ২০২১

চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয় আগষ্ট মাসে। আগষ্টের এ রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরে, কারন একদিন বাকি থাকতেই ভর্তি হয়েছেন ৭ হাজার ৬৫১ জন। পুরো  আগস্টে এ সংখ্যা ছিল ৭ হাজার ৬৯৮ জন। আর সেপ্টেম্বরের বেশিরভাগ দিনই ভর্তি হয়েছেন দুই শতাধিক বা দুই শ’য়ের কাছাকাছি। সেই হিসাবে এ আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু্ আক্রান্ত ২১৭ জন, মারা গেছেন ২ ডেঙ্গু রোগী। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ১৭৪ জন ঢাকায়, বাকিরা ঢাকার বাইরে। বুধবার এ তথ্য পাওযা গেছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে।

কন্ট্রোল রুমের হিসাবে বিভিন্ন হাসপাতালে  বর্তমানে ৯৮৩ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে ৭৭৬ জন, বাকি ২০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে রয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ১৮ হাজার সাত জন, মারা গেছেন ৬৭ জন ডেঙ্গু রোগী। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৫৭ জন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর