১২ কোটি টাকার ইয়াবার চালান আটক

২৯ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্রগ্রামে সাগর পথে ইয়াবা পাচারকালে ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবার একটি বড় চালান আটক করেছে র‌্যাব। এসময় ১৪ জনকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। বর্তমান বাজার দরে ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। আটকদের মধ্যে ১২ জনই রোহিঙ্গা। বুধবার ভোররাত তিনটার দিকে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এ ১৪ জনকে আটক করা হয়। এ তথ্য জানিয়ে র‌্যাব-৭ চট্রগ্রাম।

আটকরা হচ্ছে- আবুল কালাম (২৭), আবুল ফয়েজ (৫০), মনির হোসেন (৪৫), আলম (৪১), রফিক (২৯), ইয়াহিয়া(২৮), দীল মোহাম্মদ (২৩), মজিবুর রহমান (১৯), আব্দুল মজিদ (২৮), তারেক (১৯), হোসেন (৪২), বশির আহাম্মদ (২২), মঞ্জুর আলম (১৯) ও একরাম উল্লাহ (১৯)। আটকদের মধ্যে বাকি দু’জন বাঙালি। তারা মিয়ানমার থেকে মাদকের চালান ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করতেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, র‌্যাবের কাছে খবর ছিল- কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান নিয়ে কক্সবাজার হতে সাগর পথে ফিশিং বোটে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দিকে আসছে। গোপন সূত্রে পাওয়া এ খবরে কর্ণফুলী নদীতে একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোটে থাকা তিনটি ট্রাভেল ব্যাগে এসব ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ আটকদের চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

দিলীপ তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর