নূরুল হুদার মতোই কাউকে নির্বাচন কমিশনার বানাবে সরকার: রিজভী

২৯ সেপ্টেম্বর ২০২১

বর্তমান সরকার আবারো কে এম নূরুল হুদার মতোই কাউকে প্রধান নির্বাচন কমিশনার বানাবে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এবং জনআকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন। রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এ সভা হয়।

রুহুল কবির রিজভী জানান, দেশে একটা স্বচ্ছ নির্বাচন হবে এটাই জনআকাঙ্ক্ষা; জনগণ যাকে ইচ্ছা ভোট দেবেন। তিনি জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য  গ্রহণযোগ্য সরকার থাকতে হবে। নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন কমিশনের অধীনে জনআকাঙ্ক্ষিত নির্বাচন সম্ভব। আর সরকার পতনের মাধ্যমে নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন কমিশন হবে।

বিএনপির শীর্ষ পর্যায়ের এ নেতা মনে করেন,  দেশকে ভয়ংকর দুঃস্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার।  এ সঙ্কট নিরসনে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনই একমাত্র পথ। জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন।

এমকে


মন্তব্য
জেলার খবর