মন্তব্য
জার্মানিতে নির্বাচনে গত ৩০ বছর ধরে অ্যাঞ্জেলা মার্কেলের দখলে থাকা ভার্পোমান রুজেন-ভার্পোমান গ্রিফসওয়ার্ল্ড জেলার আসনটি চলে গেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) দখলে।
১৯৯০ থেকে একচেটিয়াভাবে দখলে রাখা সেই আসনে এবার জিতেছেন ১৯৯৩ সালে জন্ম নেওয়া নারী আনা কাসাউৎস্কি। তিনি বলেছেন, ‘আমি অবিশ্বাস্যভাবে সম্মানিত বোধ করছি। এটা আমাদের দলীয় প্রচেষ্টারই ফল।’
দি গার্ডিয়ান