মন্তব্য
স্পেনের লা পামা দ্বীপে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা পৌঁছে গেছে আটলান্টিক মহাসাগরে।
আটলান্টিক মহাসাগরের প্লেয়া নুয়েভা এলাকার পানিতে আগ্নেয়গিরির গরম লাল লাভা গিয়ে পড়ায় সেখান থেকে বাষ্পের ঘন সাদা মেঘ উড়তে দেখা যাচ্ছে।
ফুটন্ত লাভা সমুদ্রে মেশায় মারাত্মক ক্ষয়ক্ষতি হবে সামুদ্রিক প্রাণীদের। ঘটতে পারে পরিবেশের বড় বিপর্যয়।
রয়টার্স ও বিবিসি