ডাক জীবনবিমা, পূর্বাঞ্চল ঢাকা অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২টি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২গ অক্টোবর পর্যন্ত।
পদের নাম ও সংখ্যা:
অফিস সহায়ক পদে ১৬ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে দেশের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। ৮,২৫০-২০,০১০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। এছড়া নিরাপত্তা প্রহরী পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটের (http://pliec.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.bdpost.gov.bd/sites/default/files/files/bdpost.portal.gov.bd/notices/72f04d66_160a_418f_81ab_7c1f329870d1/2021-09-28-15-54-c494d62f9fb02b6c598a994058b9a962.pdf
আরআই