বেড়েছে লেনদেন, সঙ্গে মূলধন

৩০ সেপ্টেম্বর ২০২১

আগের দিনের তুলনায় বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১৩৩ কোটি ৭২ লাখ টাকা। আর ৬৩৪ কোটি টাকা বেড়েছে বাজার মূলধন, সূচকে দেখা গেছে মিশ্র প্রবণতা।শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২২৩টির, বেড়েছে ১১৫টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩৮টির।  

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইএক্স সূচক  ৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে সাত হাজার ৩০২ দশমিক ৮৫ পয়েন্টে, ডিএসইএস সূচক ১ দশমিক ৬২ পয়েন্ট কমে এক হাজার ৫৮৩ দশমিক ৬৫ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৯৬ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে।  বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৮০ হাজার ৮৪ কোটি টাকায়। লেনদেন হয় ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয় ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার।

বুধবার শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র ছিল লেনদেনে।লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও দর বৃদ্ধিতে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেড শীর্ষে ওঠে আসে-  শেয়ার লেনদেন হয় ২০৪ কোটি ৬৮ লাখ টাকার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৩৬ শতাংশ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর