রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বাকিতে খাওয়া চা-নাস্তার টাকা চাওয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাছান ও তার সঙ্গে থাকা একজন মিলে নয়ন হাওলাদার নামের এক চায়ের দোকানিকে মারপিট করেছেন- এমন অভিযোগ এনে বুধবার রাতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তবে বাকি খাওয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মাহমুদুল হাছান বলেছেন, নয়ন হাওলাদারের দোকান কোথায় তাই জানেন না তিনি। বুধবার দুপুরে উপজেলার হরিমন্দির এলাকায় নয়ন হাওলাদারকে মারধর করা ও জীবননাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চায়ের দোকান রয়েছে নয়ন হাওলাদারের। গত ২৮ মে উপজেলা সদরের কাদেরের ছেলে মাহমুদুল হাছান ও আ. সালামের ছেলে রেজোয়ান লোকজন নিয়ে তার দোকানে বাকিতে চা-নাস্তা করেন।এ বাকি চাওয়া নিয়ে তাদের সঙ্গে বিভিন্ন সময় বিরোধ হয়। ঘটনার দিন মন্দির রোডে সরকারি জমি পরিমাপের সময় সেখানে উপস্থিত ছিলেন মাহমুদ ও রেজোয়ান। তাদের দেখে নয়ন তাদের কাছে বাকি সেই টাকা চান। এ সময় তাদের সঙ্গে নয়নের কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে মাহমুদ ও রেজোয়ান তাদেরকে মারপিট করেন। স্থানীয়রা তাকে উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, উভয়ের কাছ থেকে দুইটি অভিযোগ পেয়ে জিডি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আবু সায়েম আকন/এমকে