ছুরিকাঘাতে রেন্ট-এ-কার চালকের মৃত্যু

৩০ সেপ্টেম্বর ২০২১

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় দু’জন দুর্বত্তের ছুরিকাঘাতে খাইরুল ইসলাম সুমন (২৭) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে শহরের কানুচগাড়ী এলাকায় ইবনে সিনা ডায়াগনোস্টিক সেন্টারের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। খাইরুল ইসলাম সুমন রংপুর সদরের মিস্ত্রিপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে, রেন্ট-এ-কার চালাতেন তিনি। পূর্ব কোনো বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি সেলিম রেজা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দু’জন দুর্বৃত্ত সুমনের দুই হাতের কবজি ও দুই উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলের পাশেই বিএইচ ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে আশ্রয় নেন। স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাইরুল ইসলাম পরিবার নিয়ে শহরের সাবগ্রাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওসি সেলিম রেজা আরো বলেন, অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।


দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর