সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা কবে হতে পারে তা জানাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করছে ডিপিই।
গত বছরের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। আবেদন প্রক্রিয়া শেষ হয় গত বছরের ২৪ নভেম্বর রাতে। ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী ৩২ হাজার ৫৭৭ পদের জন্য আবেদন করেছেন। এর মধ্যে প্রাক প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী পরিচালক (নিয়োগ) হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক এস বি সাত্তার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদের নিয়োগ পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করছে ডিপিই। কবে হতে পারে নিয়োগ পরীক্ষা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দ্রুতই পরীক্ষা নেওয়ার চেস্টা করছি আমরা।’
আরআই